[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি

২০২৪-২৫ অর্থবছরের শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, “২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত এনবিআরের রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাঠপর্যায়ের কর্মকর্তারা তাদের দায়িত্ব স্বাভাবিকভাবেই পালন করছেন।”

তিনি আরও বলেন, “এনবিআরের কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে। কর্মকর্তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে কেউ দায়িত্বের সীমা লঙ্ঘন করলে তাদের বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।”

এ সময় এনবিআর চেয়ারম্যান কাস্টমস সেবার উন্নয়নের বিষয়েও কথা বলেন। তিনি জানান, এখন থেকে কাস্টমসের ডিউটি পেমেন্ট ‘অটোমেটেড চালান (অ্যাডি চালান)’ ব্যবস্থার মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাস প্রক্রিয়া সহজ হবে এবং রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এই নতুন ব্যবস্থা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু করা হবে।

প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল, যা এবারের চেয়ে কিছুটা বেশি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর