বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইএমএফের হিসাবে মঙ্গলবার পর্যন্ত দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩ হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার।
এর আগে গত রোববার (৩০ জুন) দেশে BPM-6 ভিত্তিক রিজার্ভ ছিল ২৬.৩২ বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩১.৩১ বিলিয়ন ডলার।
আরও আগে গত বৃহস্পতিবার (২৭ জুন) এই দুই হিসেবে রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ২৫ বিলিয়ন ডলার (BPM-6) এবং ৩০.৫১ বিলিয়ন ডলার (বাংলাদেশ ব্যাংক)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বর্তমানে ব্যয়যোগ্য বা ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলারের বেশি, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।
এসআর
মন্তব্য করুন: