আজ মঙ্গলবার, ১ জুলাই, দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
প্রতি বছরের মতো আজ ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হচ্ছে। ফলে ব্যাংকগুলোর শাখায় কোনো ধরনের নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, আন্তঃব্যাংক মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য লেনদেন হবে না।
তবে ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখায় সীমিত পরিসরে অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম চলবে। এটিএম থেকে টাকা উত্তোলনসহ কিছু সেবা যথারীতি চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতিবছর ৩০ জুন ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক হিসাব শেষ করে এবং ১ জুলাই হিসাব সমন্বয়ের কাজ করে থাকে। এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই ব্যাংক হলিডে পালিত হয়।
ব্যাংক বন্ধ থাকায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনও বন্ধ থাকবে। কারণ অধিকাংশ শেয়ার লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। তবে দুই স্টক এক্সচেঞ্জে প্রশাসনিক কার্যক্রম চলবে।
এর পাশাপাশি, প্রতিবছর ৩১ ডিসেম্বর বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির কাজের জন্য দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করে থাকে ব্যাংকগুলো।
এসআর
মন্তব্য করুন: