অর্থবছরের শেষ দিনে রাজস্ব আদায়ে সুবিধা দিতে আজ সোমবার (৩০ জুন) দেশের সকল ব্যাংকে লেনদেন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র দপ্তর জানিয়েছে, ৩০ জুন অর্থবছরের শেষ দিন হওয়ায় রাজস্ব আহরণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত ব্যাংকে লেনদেনের সময় দুপুর আড়াইটা পর্যন্ত সীমিত থাকলেও আজ দিনের বিশেষ গুরুত্ব বিবেচনায় তা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: