বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের বিনিময় হার এখন থেকে বাজারভিত্তিকভাবে নির্ধারিত হবে।
তবে তিনি মনে করেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় এতে ডলারের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়বে না।
বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
গভর্নর বলেন, “বাজারভিত্তিক মানে এই নয় যে কেউ ইচ্ছামতো দর নির্ধারণ করবে। বর্তমান হারেই স্থিতিশীলতা থাকবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে আইএমএফের জুন মাসের দুটি কিস্তি ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: