নতুন শিল্প ও অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এখন থেকে শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে ৩১.৭৫ টাকা থেকে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দর ঘোষণা করেন। আগামী বিলিং সাইকেল, অর্থাৎ এপ্রিল মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য পূর্ববর্তী গ্যাসের দাম (৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত থাকবে।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোবাংলার প্রস্তাবিত উচ্চমূল্য (৭৫.৭২ টাকা) পুরোপুরি বাস্তবায়ন না করে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: