টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে অবশেষে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা ৯ এপ্রিল (বুধবার) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাজুস সোনার দামে মোট ১৭ বার পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে।
সবশেষ গত ২৮ মার্চ, ঈদুল ফিতরের আগমুহূর্তে, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এসআর
মন্তব্য করুন: