গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে ‘বাটা ইসরায়েলি পণ্য’—এমন ধারণার ভিত্তিতে দেশের আটটি জেলায় বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে
এ নিয়ে সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে বাটা স্পষ্টভাবে জানায়, তারা কোনোভাবেই ইসরায়েলি মালিকানাধীন নয় এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। প্রতিষ্ঠানটি একটি ব্যক্তিগত, পারিবারিক মালিকানাধীন ব্যবসা, যা নিরপেক্ষ নীতিতে পরিচালিত হয়ে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রয়কেন্দ্রে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়েছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।”
বাটা জানায়, ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা সব সম্প্রদায়ের প্রতি সম্মান দেখিয়ে গুণগতমানসম্পন্ন পণ্য ও সেবা দিয়ে আসছে।
এসআর
মন্তব্য করুন: