[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার, প্রবাহে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ৮:৪৫ পিএম

ফাইল  ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬২ বিলিয়ন মার্কিন ডলারে।

রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে ইতিবাচক প্রবণতার ফলে এই বৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের মোট রিজার্ভ বর্তমানে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার (২ হাজার ৫৬২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার)। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত মানদণ্ড বিএপি‌এম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলার (২ হাজার ৪৬ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার)।

তিনি আরও জানান, আইএমএফের মান অনুযায়ী ব্যয়যোগ্য রিজার্ভ এখন প্রায় ১৭ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে কিছুটা গতি আসায় রিজার্ভ বেড়েছে। একইসঙ্গে কিছু ব্যয়সংযমী নীতি ও ডলারের বিপরীতে টাকার স্থিতিশীলতা বজায় রাখার পদক্ষেপ রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর