[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ঋণের অর্থ ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫ ৬:১৭ পিএম

ফাইল  ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে সংস্থাটির একটি প্রতিনিধিদল।

শনিবার (৬ এপ্রিল) প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহব্যাপী এ সফরে আইএমএফ দলটি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করবে। এ সময় তারা ঋণের শর্ত অনুযায়ী কাঠামোগত সংস্কারের অগ্রগতি খতিয়ে দেখবে। আলোচনায় অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন।

প্রতিনিধিদলটি সফরের প্রথম দিন (৬ এপ্রিল) এবং শেষ দিন (১৭ এপ্রিল) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে। সফর শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হবে।

আইএমএফের সঙ্গে ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে তিনটি কিস্তিতে প্রায় ২৩১ কোটি মার্কিন ডলার পেয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ, দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ এবং তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এখনও বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার। চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব হওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো কর্মসূচি বাস্তবায়নে ধাক্কা খায়। তবে চলতি সফরের মাধ্যমে এই জটিলতা কাটিয়ে উঠার আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বাকি কিস্তির অর্থ পেতে বাংলাদেশের তিনটি বড় শর্ত পূরণ করতে হবে—
১. মুদ্রা বিনিময় হারকে বাজারভিত্তিক করা,
২. জিডিপির ০.৫ শতাংশ হারে অতিরিক্ত রাজস্ব আদায় নিশ্চিত করা এবং
৩. রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনের মধ্যে পৃথকীকরণ কার্যকর করা।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে আইএমএফের দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। সরকার আশাবাদী, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় পাবে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর