[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ৩:০৯ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২০ মার্চ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ১৯৯৬ সাল থেকে বিভিন্ন আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, ২০০৯-২০১৪ মেয়াদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর