জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে।
রোববার (১৬ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "এ বছর অনলাইনে রিটার্ন জমার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
আগামী বছর থেকে করদাতাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং করদাতাদের জন্য প্রক্রিয়াটি সহজতর হবে।"
এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন আরও সহজলভ্য হবে। করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কর নির্ধারণ করে দেবে, ফলে হিসাবের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।
তিনি আরও বলেন, "অনলাইন রিটার্ন ব্যবস্থার ফলে করদাতাদের অডিট সংক্রান্ত জটিলতায় পড়তে হবে না।
অনলাইন ডাটাবেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফাইল সিলেকশন করা হবে, ফলে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।"
কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংক ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: