[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ঈদের পর ব্যাংক কার্যক্রম বাড়বে ১ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৪ ৯:১১ পিএম

,

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টায় অফিস কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আর ব্যাংক লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদের পর থেকে নতুন এই সময়সূচিতে ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।

রবিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর