জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শিগগিরই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগে বিভক্ত হতে যাচ্ছে।
এই পরিবর্তন নতুন অর্থবছরের শুরু থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন আয়োজিত ‘আয়কর আইন, ২০২৩: সংস্কার ও প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রধান উপদেষ্টা আমাকে ডেকে জানিয়েছেন যে ঈদের আগেই এই পরিবর্তনের অধ্যাদেশ জারি হবে এবং আগামী জুলাই থেকে এটি কার্যকর হবে। যত দ্রুত সম্ভব এই পরিবর্তন বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “নতুন কাঠামোয় এনবিআরের কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারাই মূল দায়িত্বে থাকবেন। পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন ও গবেষণা খাতের বিশেষজ্ঞরাও সম্পৃক্ত থাকবেন।”
রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষ জনবল নিয়োগের গুরুত্ব তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের লক্ষ্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
বর্তমানে অনেক টিআইএনধারী রয়েছেন যারা নিয়মিত রিটার্ন দাখিল করেন না। তাদের নিয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নীতিগত অসঙ্গতি একটি বড় চ্যালেঞ্জ।
কর ব্যবস্থা সুশাসনের অভাবে ভুগছে, আইন থাকলেও তার প্রয়োগে শৈথিল্য রয়েছে। করজাল ছোট বলাও সঠিক নয়, আবার কর আহরণও পর্যাপ্ত নয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। সভায় সভাপতিত্ব করেন কর কমিশনার ও সংগঠনের সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকী, আলোচ্য বিষয়ের উপস্থাপনা করেন কর অঞ্চল-৬ এর কর কমিশনার ইকতিয়ার উদ্দিন মামুন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব সৈয়দ মহিদুল হাসান।
এসআর
মন্তব্য করুন: