[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

এবার ঈদে বাজারে আসছে না নতুন নোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৭:৩৬ পিএম

ফাইল ছবি

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে আগামী মে মাসে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার বাজারে নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ মার্চ) ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পূর্ববর্তী সিদ্ধান্ত স্থগিতের কথা জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংক ঢাকার ৮০টি ব্যাংক শাখার মাধ্যমে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা করেছিল, যা ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত চালু থাকার কথা ছিল।

তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ব্যাংকের শাখাগুলো থেকে নতুন নোট বিতরণ করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, শুধু ব্যাংকের গ্রাহকরাই নন, এবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও ফ্রেশ নোট পাবেন না।

এদিকে, নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। জানা গেছে, আগামী মে মাসে নতুন নোট বাজারে আসতে পারে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নতুন ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, এবং কালি ও কাগজ কেনার প্রক্রিয়া চলছে।

সাধারণত নতুন নোট বাজারে আনতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে, তবে এবার দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর