[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

তিন দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ১১:৫৭ পিএম
আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১১:৫৯ পিএম

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দামে পুনরায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মাত্র তিন দিন আগে, ৫ মার্চ, সোনার দাম বাড়ানোর পর এবার সেটি কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য রবিবার (৯ মার্চ) থেকে কার্যকর হবে।

সর্বোচ্চ মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ১ হাজার ৬৪১ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ সোনার দাম কমানো হয়েছিল।

তবে ৫ মার্চ আবার বাড়ানো হয়। ফলে এ বছর এখন পর্যন্ত ১৩ বার সোনার দামে সমন্বয় আনা হয়েছে, যেখানে ৯ বার দাম বেড়েছে এবং ৪ বার কমেছে।

এদিকে, সোনার দামে পরিবর্তন এলেও দেশের বাজারে রুপার দাম স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর