[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ব্যাংকগুলোর তারল্য বাড়ল ৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৫ ১১:৫৪ পিএম

ফাইল ছবি

ব্যাংকিং খাতে তারল্য সংকট কমাতে ও নগদ অর্থের জোগান বাড়াতে ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে বাজারে অতিরিক্ত ৯ হাজার কোটি টাকা প্রবাহিত হবে, যা গ্রাহকদের লেনদেনে সহায়ক হবে।

পূর্বে ব্যাংকগুলোকে দৈনিক ভিত্তিতে মোট আমানতের সাড়ে ৩ শতাংশ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হতো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই হার কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে দুই সপ্তাহের গড় হিসেবে ৪ শতাংশ জমা রাখার নিয়ম বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এই সিদ্ধান্ত জানিয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে। এটি সাধারণ ও ইসলামী উভয় ধরনের ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।

তারল্য সংকট কমাতে উদ্যোগ

ব্যাংক খাতে চলমান তারল্য সংকটের কারণে কিছু ব্যাংক গ্রাহকদের নগদ অর্থের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছিল। বিশেষ করে রোজা ও আসন্ন ঈদ উপলক্ষে এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা ছিল। তাই কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার শিথিল করার মাধ্যমে বাজারে অতিরিক্ত নগদ প্রবাহের ব্যবস্থা করেছে।

বর্তমানে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ প্রায় ১৮ লাখ কোটি টাকা। পূর্বের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হতো ৬৩ হাজার কোটি টাকা, যা এখন কমে ৫৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে। ফলে ৯ হাজার কোটি টাকা অতিরিক্ত বাজারে সরবরাহ হবে।

এসএলআরে কোনো পরিবর্তন নেই

এদিকে, ব্যাংকগুলোর বিধিবদ্ধ আমানত সংরক্ষণ হার (এসএলআর) অপরিবর্তিত রয়েছে। সাধারণ ব্যাংকগুলোর জন্য এটি ১৩ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য সাড়ে ৫ শতাংশই বহাল থাকছে।

ব্যাংকগুলো এই অর্থ নগদ রাখার পাশাপাশি বিভিন্ন সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারে, যেখানে নগদ অর্থ জমা রাখার ক্ষেত্রে কোনো মুনাফা পাওয়া যায় না, কিন্তু বন্ডে বিনিয়োগ করলে মুনাফা পাওয়া যায়।

আইএমএফ-এর শর্ত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ব্যাংক ব্যবস্থাপনায় তারল্য সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের ওপর অতিনির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে।

বর্তমানে ব্যাংকগুলো প্রতিদিন স্বল্পমেয়াদি ঋণ নিতে পারছে না, বরং ১৪ ও ২৮ দিন মেয়াদে ঋণ নিতে হচ্ছে।

ফলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ তৈরি হয়েছে। তবে তারল্য সংকট এড়াতে কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার কমিয়ে বাড়তি নগদ অর্থের প্রবাহ নিশ্চিত করছে।

এই উদ্যোগের ফলে ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ প্রদান ও আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবে, যা সামগ্রিক ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বাড়াবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর