[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

এবার নগদের বিরুদ্ধে অবৈধ ই-মানি লেনদেনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৫ ৪:২৯ এএম

ফাইল ছবি

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক তদন্তে অবৈধ ই-মানি লেনদেনসহ নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, নগদ অনুমোদিত পরিমাণের বেশি ই-মানি ইস্যু করে প্রায় ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং বিভিন্ন উপায়ে আরও ২,৩৫৬ কোটি টাকা লেনদেন করেছে, যা নিয়মবহির্ভূত।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান টাকা ছাপাতে বা বাজারে ছাড়তে পারে না।

অথচ, নগদ ডাক বিভাগের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ই-মানি ইস্যু করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া, সরকারি ভাতা বিতরণে অনিয়মের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে, যা ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ লেনদেন সংক্রান্ত প্রথম মামলা।

পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) নগদের বিরুদ্ধে ২,৩৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক মামলা করেছে।

নগদ ২০১৯ সালে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে কার্যক্রম শুরু করলেও, এর মালিকানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত ছিল।

তদন্তে উঠে আসে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না পেয়েও নগদ মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালিয়ে গেছে এবং একপর্যায়ে সাময়িক লাইসেন্স পেলেও তা যথাযথ শর্ত পূরণ না করেই কার্যক্রম চালিয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক নগদের কার্যক্রম পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এ বিষয়ে তদন্ত চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর