[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

তেল, ডাল, আটা-ময়দাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ৮:২৫ পিএম
আপডেট: ০৩ মার্চ ২০২৫ ৮:৪৪ পিএম

ফাইল  ছবি

তেল, ডাল, আটা-ময়দাসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩ মার্চ) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যেসব পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল ও কেনোলা অয়েলের ওপর ভ্যাট অব্যাহতি থাকবে। তবে সরিষার তেলের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এ ছাড়া ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাওয়া দেশীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে:

  • বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি
  • গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা
  • চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল
  • ডাল বা ডালজাতীয় খাদ্যশস্য

 

এনবিআরের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শর্তসাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হবে। তবে যেসব প্রতিষ্ঠান আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে, তারা এই সুবিধার আওতায় আসবে না।

 

ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কয়েকটি বিধিবিধান মেনে চলতে হবে, যার মধ্যে রয়েছে—

  • ভ্যাট নিবন্ধন গ্রহণ
  • চালান ইস্যু করা
  • সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ
  • নিয়মিত মাসিক ভ্যাট রিটার্ন দাখিল

 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে এনবিআর শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে সংস্থাটি প্রায় এক ডজন পণ্যের ওপর ভ্যাট অব্যাহতি ও হ্রাস করার সিদ্ধান্ত নেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর