জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এখন থেকে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
অনলাইন রিটার্ন দাখিলের অগ্রগতি
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, এ পর্যন্ত ১৪ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন, আর ১৮ লাখ করদাতা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন।
তিনি বলেন, আয়কর দিবসের পরও অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
তবে আয়কর আইন, ২০২৩-এর ৭৬ ধারা অনুযায়ী আয়কর দিবসের পর রিটার্ন দাখিল করলে বিনিয়োগজনিত কর রেয়াত বা কর অব্যাহতি সুবিধা পাওয়া যাবে না।
বিলম্বে কর পরিশোধের ক্ষেত্রে জরিমানা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে আয়কর আইন, ২০২৩-এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।
এনবিআর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহিত করছে এবং এ সেবার সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: