[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শবে বরাত উপলক্ষে মাংসের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৪৬ পিএম

ফাইল ছবি

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন বাজারে গরু, মুরগি ও খাসির মাংসের দাম বেড়েছে।

চাহিদা বেশি থাকার সুযোগে ব্যবসায়ীরা বাড়তি দামে মাংস বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে সবজির বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

গরু ও খাসির মাংসের দাম বৃদ্ধি
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হলেও শবে বরাতের দিনে তা ৭৮০ থেকে ৮০০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

খাসির মাংসের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। বেশ কয়েক মাস ধরে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দামেও উর্ধ্বগতি
ব্রয়লার মুরগির দামও বেড়েছে। কয়েকদিন আগেও যা ১৮০-১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন তা ২১০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ ও বিক্রেতাদের ব্যাখ্যা
রাজধানীর শাহজাদপুর কাঁচাবাজারে গরুর মাংস কিনতে আসা ক্রেতা মোহাম্মদ মুন্না বলেন, “গত কয়েক মাস ধরেই গরুর মাংস ৭৫০ টাকা কেজি ছিল। কিন্তু আজ হঠাৎ ৮০০ টাকা চাচ্ছে।

তারা কীসের ভিত্তিতে দাম বাড়িয়েছে, তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর