[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক আজ (১০ ফেব্রুয়ারি) চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে।

বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর তার প্রথম মুদ্রানীতি তুলে ধরবেন।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে, নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত থাকছে। বিনিময় হার ব্যবস্থাপনায় বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

মূল্যস্ফীতি কিছুটা কমে আসা এবং রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল থাকার কারণে এই মুদ্রানীতি গৃহীত হচ্ছে।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে মুদ্রানীতি নিয়ে আলোচনা হবে। সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এটি অন্তর্বর্তী সরকারে অধীনে প্রথম মুদ্রানীতি। কেন্দ্রীয় ব্যাংক এখনই সংকোচনমূলক নীতি থেকে সম্প্রসারণমূলক নীতিতে যাচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর