[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ফের ২০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২:১১ এএম

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব অনুযায়ী এটি দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ বিলিয়ন ডলার।

তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে।

এর আগে জানুয়ারির শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের ফলে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল।

২২ জানুয়ারিতে বিপিএম-৬ অনুযায়ী এটি আরও কমে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছেন এবং বিভিন্ন উৎস থেকে ডলার সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

তবে আগের ঋণ পরিশোধের চাপ থাকায় রিজার্ভ ২০ বিলিয়নের আশপাশে ওঠানামা করছে। রিজার্ভ পরিস্থিতি সাময়িক উন্নতির ইঙ্গিত দিলেও এটি কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে অর্থনীতিবিদরা সতর্ক পর্যবেক্ষণ করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর