[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মহার্ঘ ভাতা নয় কিছু একটা করার চিন্তা করছি : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৬:১৭ পিএম

ফাইল ছবি

মহার্ঘ ভাতা নয়, তবে স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শিক্ষকদের জন্য কিছু করার চিন্তা করছি, তবে এটি নির্দিষ্ট কাঠামোর মধ্যেই থাকবে। পে-স্কেলে কোনো পরিবর্তন আনা হবে না। অন্যান্য কিছু বিষয় দেখা হবে, যদি সম্ভব হয়।"

সামাজিক খাতে বরাদ্দের বিষয়ে তিনি বলেন, "আমি কিন্তু শিক্ষা, আইটি, স্বাস্থ্য ও সমাজকল্যাণের মতো খাতে বরাদ্দ কমাব না। আন্তর্জাতিক অর্থদাতারাও বলেছেন, অবকাঠামো উন্নয়নে বাজেট সহায়তা নেওয়া যেতে পারে, তবে এসব খাতে বরাদ্দ কমানো যাবে না।"

অতিরিক্ত ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "রাজনৈতিক সরকার থাকাকালীন এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আমরা যা করছি, তা সম্পূর্ণ নতুন কিছু নয়, বরং বঞ্চিতদের সহায়তা দিতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পে কমিশন করা হবে ভবিষ্যতে, কারণ এটি রাজনৈতিক সরকারের দায়িত্ব। সর্বশেষ ২০১৫ সালে পে কমিশন করা হয়েছিল।"

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর