[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ৩:৩১ পিএম
আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ৩:৪১ পিএম

ফাইল ছবি

দুর্বল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “আমরা আপনাদের উদ্ধার করব।

তবে সময় দিতে হবে। এখনই সবকিছু সম্ভব নয়। ধাপে ধাপে সমাধানের পথে এগোচ্ছি। রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে, এবং এ বছরের মধ্যেই এটি বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “আপনারা হয়তো নগদ টাকা বা বন্ডের মাধ্যমে কিছু না কিছু পাবেন।”

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে সিরড্যাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এক ব্যক্তি দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চাইলে গভর্নর বলেন, আমি ১০ বছর আগেই বলেছি, এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না। বেশি সুদের প্রলোভনে আপনারা টাকা রেখেছেন, আর এখন সমস্যায় পড়েছেন।

এমআরএ-এর প্রতিবেদন অনুযায়ী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের পরিমাণ ২ লাখ ৬১ হাজার কোটি টাকা।

এ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের থেকে ৯৭ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেছে, যার মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সংগ্রহ করেছে ৬৮ হাজার কোটি টাকা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে এমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠানের রয়েছে ২৬ হাজারের বেশি শাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর