[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ডলারের ঘাটতি কমেছে ৩৮ হাজার ৬৭৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৩৯ পিএম

ফাইল ছবি

সরকারের বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পাওয়ায় এবং ব্যয় কিছুটা নিয়ন্ত্রিত হওয়ায় চলতি হিসাবে ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে ঘাটতি কমেছে ৩৮ হাজার ৬৭৮ কোটি টাকা, যা ৩৫ দশমিক ৬ শতাংশ হ্রাস নির্দেশ করে।

২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি ছিল ১ লাখ ৮ হাজার ৫৫৯ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে এটি কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮৮১ কোটি টাকায়। এ পরিবর্তনের পেছনে রেমিট্যান্স বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং অর্থ পাচার রোধের ভূমিকা রয়েছে।

সরকার পরিবর্তনের পর, ব্যাংক খাতে লুটপাট এবং অর্থ পাচার বন্ধ হওয়ায় ডলারের প্রবাহ বাড়ে। এর ফলে রিজার্ভ কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে। তবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বেড়ে ২১ হাজার ৪০২ কোটি টাকা বা ৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডলার সংকট কিছুটা কমলেও সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং বিদেশ ভ্রমণ ও চিকিৎসা খাতে ব্যয় আবার বাড়তে শুরু করেছে।

তবে আমদানি নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় বাণিজ্য ঘাটতি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের বাকি সময়ে বৈদেশিক মুদ্রার ঘাটতি আরও কমবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। এতে রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর