[email protected] রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

এক আমের দাম ১৬০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫ ১:৪৩ এএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ইটনার মৃগা ইউনিয়নের একটি মসজিদে দান করা একটি আম নিলামের মাধ্যমে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের সময় লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে এই নিলাম অনুষ্ঠিত হয়।

এই ব্যতিক্রমী নিলামে আমটি কিনেছেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। তিনি বলেন, মসজিদে দানের জিনিসপত্র নিলামে বিক্রি করে পাওয়া অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। মসজিদের জন্য কিছু কেনা বরকতময় কাজ, এ বিশ্বাস থেকেই আমি আমটি কিনেছি।

মহল্লার মুসল্লি আক্তার হোসেন জানান, মসজিদে দান করা সব জিনিস জুমার আগে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এই নিলামে শুধু আম নয়, এক হালি ডিমও ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, এই মসজিদে প্রতি শুক্রবার দানের জিনিস নিলামে তোলা হয়। এর আগের সপ্তাহে একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়।

নিলামের এই অর্থ পুরোপুরি মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়, যা স্থানীয় মুসল্লিদের মধ্যে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর