[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কত টাকা বাড়লো সিগারেটের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫ ১:১৬ এএম

ফাইল ছবি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে সরকার সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে।

এতে সিগারেটের বিভিন্ন স্তরের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ থেকে জারি করা নির্দেশনায় সিগারেটের মূল্যস্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিম্নস্তর: ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা। সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ।

মধ্যমস্তর: দাম ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা। শুল্ক ৬৫.৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ।

উচ্চস্তর: দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা। শুল্ক ৬৫.৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ।

অতি উচ্চস্তর: দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৮৫ টাকা। শুল্ক ৬৫.৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ।


সরকারি এই সিদ্ধান্তের ফলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যও রয়েছে বলে জানা গেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর