[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

আমার হাতে আলাদিনের চেরাগ নেই": বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ৭:১২ পিএম

ফাইল  ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান মাস সামনে রেখে সরকার বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে, তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "আমাদের তথ্য অনুযায়ী চালের মজুত পর্যাপ্ত রয়েছে, তবে বাজারে সাময়িক যে ব্যত্যয় ঘটেছে, তা মোকাবেলার জন্য আমদানি আরও বাড়ানো হয়েছে। যদি কেউ অন্যায়ভাবে চাল মজুত করে থাকে, তাহলে আমদানি শুরুর পর তারা বাধ্য হবে বাজারে চাল ছাড়তে, যা বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।"

তিনি বলেন, "এখন বাজার থেকে হাজার কোটি টাকা উঠিয়ে নেওয়া হচ্ছে এবং মানুষ কষ্ট পাচ্ছে, তবে এ ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে এটি একটি সাময়িক সমস্যা, কারণ আমার হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যা দিয়ে এক রাতেই বাজার ঠিক করা সম্ভব হবে।"

উপদেষ্টা জানান, তুরস্ক বাংলাদেশে অবকাঠামো, স্বাস্থ্য এবং জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি বাণিজ্যভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগে আগ্রহী।

তিনি আরও বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করতে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করা হবে, যেখানে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর