[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫ ৬:৪০ পিএম

ফাইল ছবি

দেশের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে আগামী জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে বিশ্বের সাতটি দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

তবে এই জ্বালানি তেলটি ইন্দোনেশিয়া, আরব আমিরাত, ভারত, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ওমানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।

আমদানি করা তেলের মধ্যে রয়েছে—গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন, জেট এ-১: ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন, মোগ্যাস ৭৫ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার মেট্রিক টন।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য এই তেল আমদানির প্রস্তাব উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে। এর আগে, ২০২৪ সালের ২৪ অক্টোবর সিসিইএ সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৫ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর