[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ৬:৪৭ পিএম

ফাইল ছবি

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।

যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ২১ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এ রেমিট্যান্স এসেছে: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক: ৭ কোটি ৭৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলো: ১৩১ কোটি ১৬ লাখ ডলার, বিদেশি ব্যাংকগুলো: ৫১ লাখ ৬০ হাজার ডলার। 

গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার, যা টাকায় প্রায় ১ হাজার ১৪৫ কোটি। 

বিশ্লেষকরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেমিট্যান্সের ধারা ছিল নিম্নরূপ: জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্ট: ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর