ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সয়াবিন তেলের আমদানি, উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর ঘোষণা দিয়েছে সরকার।
একই সঙ্গে সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানিতে ভ্যাট পুরোপুরি মওকুফ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত এটি বলবৎ থাকবে।
সয়াবিন তেল: পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার।
পাম তেল: পরিশোধিত ও অপরিশোধিত পাম তেলের আমদানিতেও ভ্যাট অব্যাহতি।
সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল: অপরিশোধিত এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানিতে ভ্যাট ও অগ্রিম কর মওকুফ করা হয়েছে।
সরকার জানিয়েছে, আসন্ন রমজান উপলক্ষে বাজারে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করা এবং দামের চাপ সহনীয় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছিল।
সরকারের এই সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা করমুক্ত সুবিধায় তেল আমদানি করতে পারবেন।
একই সঙ্গে স্থানীয় উৎপাদকদের জন্য করছাড়ের সুবিধা প্রদান করা হয়েছে, যা বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
অর্থ মন্ত্রণালয় আশা করছে, করছাড়ের এই উদ্যোগের মাধ্যমে ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং বাজারে সরবরাহেও কোনো ঘাটতি হবে না।
এসআর
মন্তব্য করুন: