[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আরও বেড়েছে সোনার দাম, কাল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪ ৮:৪৪ পিএম

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

নতুন দামে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে ১,৪২,২৬৬ টাকায়, যা আগের তুলনায় ২,৮২৩ টাকা বেশি।

এই নতুন মূল্য আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির এ তথ্য জানিয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা:২২ ক্যারেট: ১,৪২,২৬৬ টাকা,  ২১ ক্যারেট: ১,৩৫,৮০৪ টাকা, ১৮ ক্যারেট: ১,১৬,৩৯৫ টাকা,সনাতন পদ্ধতি: ৯৫,৬৪৫ টাকা, অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা: ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপা: ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপা: ২,১১১ টাকা ও সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা। 

সোনার বাজারে এই মূল্য বৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর