বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
তিনি বলেন, কিছু ব্যাংক ইতিমধ্যেই ভালো অবস্থানে ফিরে আসছে, আর কিছু ব্যাংক এখনও চ্যালেঞ্জ মোকাবিলা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তবে ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বাজেট খরচ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রভাবিত হবে না।
এডিপির আওতায় থাকা প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত প্রকল্পগুলোকে নতুন করে মূল্যায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকসহ কিছু আর্থিক প্রতিষ্ঠান ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে। তবে কিছু ব্যাংক এখনও সংকট কাটিয়ে উঠতে সময় নিচ্ছে। কোনো পরিস্থিতিতেই ব্যাংক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে না।
এ সময় অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: