[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

১ টাকা কমল ১২ কেজি এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ৪:২৫ পিএম

ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সামান্য কমানো হয়েছে।

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করেন।

গত মাসে, ২ অক্টোবর, বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা করেছিল।

উল্লেখ্য, বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর