[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ৯:৩৯ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ৯:৪৩ পিএম

ফাইল ছবি

নতুন এই মূল্য আগামীকাল ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়েছে, তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখেছে। নতুন এই মূল্য আগামীকাল ১ নভেম্বর থেকে কার্যকর হবে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সরকার গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালু করেছে। এর আওতায় প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হচ্ছে। গত মাসে, অর্থাৎ অক্টোবর মাসে, জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসারে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের নতুন দাম ১০৫ টাকা ৫০ পয়সা থেকে কমে ১০৫ টাকা হয়েছে।

তবে, পেট্রল ও অকটেনের দাম যথাক্রমে ১২৫ এবং ১২১ টাকা প্রতি লিটার আগের মতোই রয়েছে।

জ্বালানি তেলের দাম নির্ধারণ ছাড়াও, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নির্ধারণ করছে।

একই প্রক্রিয়ায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর