[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

বিএসআরএম লিমিটেড: প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:২০ পিএম

চলতি হিসাব বছরের প্রথমার্ধে বিএসআরএম লিমিটেডের ব্যবসায়িক সূচকগুলো ইতিবাচক অবস্থানে রয়েছে।

​মোট আয়: ৪ হাজার ৭৬৫ কোটি টাকা (গত বছরের একই সময়ে ছিল ৪ হাজার ১৯ কোটি টাকা)। আয়ের প্রবৃদ্ধি ১৮.৩৪%।

​নিট মুনাফা: ২০২ কোটি ৬৮ লাখ টাকা (গত বছরের একই সময়ে ছিল ২০১ কোটি ১৫ লাখ টাকা)। মুনাফা বেড়েছে ১%।


​শেয়ারপ্রতি আয় (EPS): ৬ টাকা ৭৯ পয়সা (আগের বছর ছিল ৬ টাকা ৭৪ পয়সা)।
​সম্পদমূল্য (NAVPS): ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৫১ পয়সা।


​লভ্যাংশ তথ্য: সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।


​বিএসআরএম স্টিলস: আয়ে বিশাল লাফ
​বিএসআরএম স্টিলসের আয়ের প্রবৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে কোম্পানিটির আয় ও মুনাফা দুই-ই উল্লেখযোগ্য হারে বেড়েছে।


​মোট আয়: ৫ হাজার ৯৭৬ কোটি টাকা (গত বছরের একই সময়ে ছিল ৪ হাজার ৭২ কোটি টাকা)। আয়ের প্রবৃদ্ধি প্রায় ৪৬.৭৮%।


​নিট মুনাফা: ১৯৩ কোটি ১২ লাখ টাকা (গত বছরের একই সময়ে ছিল ১৭৫ কোটি ৫৫ লাখ টাকা)। মুনাফা বেড়েছে ১০%।


​শেয়ারপ্রতি আয় (EPS): ৫ টাকা ১৪ পয়সা (আগের বছর ছিল ৪ টাকা ৬৭ পয়সা)।
​সম্পদমূল্য (NAVPS): ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯০ টাকা ৪৮ পয়সা।
​একনজরে কোম্পানি দুটির পারফরম্যান্স (জুলাই-ডিসেম্বর ২০২৫)

সূচক বিএসআরএম লিমিটেড বিএসআরএম স্টিলস
মোট আয় ৪,৭৬৫ কোটি টাকা ৫,৯৭৬ কোটি টাকা
নিট মুনাফা ২০২.৬৮ কোটি টাকা ১৯৩.১২ কোটি টাকা
মুনাফার প্রবৃদ্ধি ১% ১০%
শেয়ারপ্রতি আয় (EPS) ৬.৭৯ টাকা

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নির্মাণ সামগ্রীর চাহিদা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের ফলে কোম্পানি দুটির আর্থিক ভিত আরও শক্তিশালী হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর