[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

বছরের প্রথম ২৪ দিনেই দেশে এলো প্রায় আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮ কোটি ডলারের সমপরিমাণ।


রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।


এর আগে ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। নভেম্বরে এই অঙ্ক ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।


এ ছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।


উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর