[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক বাজারে রুপার দামে বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৭:০২ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে রুপার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার মূল্য ১০০ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। নতুন বছর শুরু হলেও রুপার ঊর্ধ্বগতি থামার কোনো ইঙ্গিত নেই। খুচরা বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ, গতি নির্ভর লেনদেন এবং দীর্ঘদিনের সরবরাহ ঘাটতি—সব মিলিয়ে রুপার দামে এই বড় লাফ এসেছে বলে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের ধারণা।


শুক্রবার স্পট বাজারে রুপার দাম একদিনেই প্রায় ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি ট্রয় আউন্স ১০১ ডলারে পৌঁছায়। গহনা শিল্প, ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও সৌর বিদ্যুৎ খাতে ব্যাপক ব্যবহারের পাশাপাশি রুপা এখন বিনিয়োগের জনপ্রিয় মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে।


বাজার সংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২৫ সালজুড়ে রুপার দাম বেড়েছিল প্রায় দেড় শতকরা শতাংশের কাছাকাছি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের শুরু থেকেই দাম আরও প্রায় ৪০ শতাংশ বাড়তে দেখা গেছে।
তবে এত দ্রুত দামের ঊর্ধ্বগতি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন কারিগরি বিশ্লেষকরা। তাদের মতে, স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে রুপার এই অস্বাভাবিক উত্থান ভবিষ্যতে বড় ধরনের মূল্য সংশোধনের ঝুঁকি তৈরি করতে পারে।


এদিকে একই দিনে স্বর্ণের বাজারেও রেকর্ড তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৯৮৮ ডলারে পৌঁছায়। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বলেই স্বর্ণ ও রুপা—দুটোরই দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর