[email protected] রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার ঐতিহাসিক উত্থান, দাম ছুঁল নতুন সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৩:২০ পিএম

সংগৃহীত ছবি

স্বল্প সময়ের দরপতনের পর বিশ্ববাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে স্বর্ণের দামে।

সর্বশেষ এই বৃদ্ধিতে মূল্যবান ধাতুটির দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। একইসঙ্গে রুপার বাজারেও দেখা গেছে নজিরবিহীন ঊর্ধ্বগতি।


বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় কয়েকটি দেশের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকির ফলে বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার প্রতি আগ্রহ বাড়িয়েছেন বিনিয়োগকারীরা।


সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন স্পট মার্কেটে লেনদেন চলাকালে একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৬৯০ দশমিক ৫৯ ডলারে পৌঁছে যায়। একই সময়ে রুপার দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৯৪ দশমিক ১২ ডলারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।


এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ কয়েকটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তার ঘোষণায় বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হবে।


ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় মিত্রদের ওপর শুল্কের মাত্রা ধাপে ধাপে বাড়ানো হবে।
এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এশিয়ার বাজারেও লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই এই প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।


বিশেষজ্ঞরা মনে করছেন, সম্ভাব্য বাণিজ্য সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ায় স্বর্ণ-রুপার বাজারে এই ঊর্ধ্বমুখী ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে দেশের বাজারেও স্বর্ণ ইতোমধ্যে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। গত ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।


রুপার বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।


বিশ্ববাজারে নতুন করে স্বর্ণ ও রুপার দামের এই উল্লম্ফনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে খুব শিগগিরই বাংলাদেশে স্বর্ণ-রুপার দামে আরও একটি নতুন রেকর্ড তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর