[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

প্রতিদিন ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ৮:৩১ পিএম

ফাইল ছবি

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার ৩৯ কোটি টাকা।

প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৯০০ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর পর্যন্ত পাওয়া রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ডলার।

চলতি বছরের শুরু থেকে দেখা যাচ্ছে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহের উত্থান-পতন। জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে দেশে এসেছে মোট ২৩৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৮২ হাজার কোটি টাকা।

এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড, যা আগের সর্বোচ্চ রেকর্ড ২০২০-২১ অর্থবছরের ২৪৭৭ কোটি ডলার থেকে কিছুটা কম।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর