[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

কৃষি ট্রেন’ ৯ লাখ টাকা খরচ করে আয় ৩৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ১১:১৬ এএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার লাগামহীন কৃষিপণ্যের দাম কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার অংশ হিসেবে রেলওয়ে বিশেষ কৃষি ট্রেন চালু করেছে।

যাতে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চালু এই বিশেষ ট্রেন শনিবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকার পথে ছেড়ে যায়।

এই ট্রেনে ব্যবসায়ীদের জন্য ২০টি আসন বরাদ্দ রাখা হয়েছে এবং কৃষিপণ্য পরিবহনে বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। যাত্রীদের কোনো ভাড়া লাগছে না।

এ ছাড়াও ট্রেনে রয়েছে রেফ্রিজারেটেড লাগেজ ভ্যান, যাতে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে। তবে উদ্বোধনী যাত্রায় কৃষিপণ্য তোলার জন্য পাঁচটি স্টেশনে থামানো হলেও কোনো কৃষিপণ্য তোলা হয়নি, শুধুমাত্র রাজশাহী স্টেশনে ১৫০ কেজি ডিমের ফাঁকা খাঁচি তোলা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রহনপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্যের ভাড়া ১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে ব্যবসায়ীদের মতে, স্টেশন পর্যন্ত ফসল আনা এবং কুলি খরচসহ এই ট্রেনে পণ্য পরিবহন করতে কেজি প্রতি খরচ ৩ টাকার বেশি পড়ে, যা ট্রাকের চেয়ে বেশি। এর ফলে কৃষকেরা ট্রেন ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন না।

রেলওয়ে কর্মকর্তা দাবি করছেন, প্রচার সত্ত্বেও কৃষিপণ্য পরিবহনে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।

তবে ভবিষ্যতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে বলে তাদের আশা। বর্তমানে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে খুলনা, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ এই ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর