[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

এসআইসিআইপি কর্মসূচিতে কমিউনিটি ব্যাংক- বাংলাদেশ ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ৪:৫৩ পিএম

সংগৃহীত ছবি

উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে উঠেছে।

এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।


গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডির প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম।

অপরদিকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (প্রোগ্রামস) ও জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, কোঅর্ডিনেটর-প্রোগ্রামস ও ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আরিফুল ইসলাম।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে অংশ নেন এসএমই ডিভিশনের প্রধান হোসেন-আল-সাফীর চৌধুরী এবং এগ্রি ডিভিশনের প্রধান শরিফ হাসান মামুন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং এসএমই খাতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর