[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের সঙ্গে কমিউনিটি ব্যাংকের কর্পোরেট চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ৬:০৯ পিএম

সংগৃহীত ছবি

গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডাইনিং সুবিধা নিশ্চিত করতে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের সঙ্গে একটি ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

 

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অপরদিকে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুর রহমান।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের পরিচালক ফরহাদ হোসেনসহ জ্যেষ্ঠ নির্বাহীরা উপস্থিত ছিলেন।


এই অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টধারী, কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য স্টেকহোল্ডাররা বছরজুড়ে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টে বিশেষ ছাড় ও ডাইনিং সুবিধা উপভোগ করতে পারবেন। অফারের আওতায় ৫ হাজার টাকা ব্যয়ের বিপরীতে সর্বোচ্চ ২ হাজার ১৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে।


কমিউনিটি ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং দৈনন্দিন ব্যাংকিং অভিজ্ঞতায় অতিরিক্ত সুবিধা যোগ করতে ভবিষ্যতেও জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর