[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

এলপিজির দাম বাড়বে নাকি কমবে,জানা যাবে রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ১১:৫১ এএম

সংগৃহীত ছবি

জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম বাড়বে নাকি কমবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে রোববার।

রোববার দিন এক মাসের জন্য নতুন মূল্যহার ঘোষণা করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি খাতে সরবরাহকৃত এলপিজির ভোক্তা মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৩টায় প্রকাশ করা হবে।


এর আগে গত ২ ডিসেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।


এছাড়া একই দিনে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে। সর্বশেষ গত ২ ডিসেম্বর অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়, সে সময় ভ্যাটসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর