[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

বাজারে টমেটো-শশার কেজি ছুঁয়েছে ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ১:৫৯ এএম

সংগৃহীত ছবি

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে অনেক সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে নেমেছে।

তবে পাকা টমেটো ও শসার ক্ষেত্রে এখনো স্বস্তি পাচ্ছেন না ভোক্তারা। এই দুই সবজি কিনতে কেজিপ্রতি প্রায় ১০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

একই সঙ্গে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ১২০ থেকে ১৩০ টাকায়।

ডিম ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্থিতি দেখা গেলেও মাছের বাজারে দাম রয়েছে ঊর্ধ্বমুখী।

শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা জানান, ছুটির দিনে বাজারে বেগুন কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগেও ১০ টাকা বেশি ছিল।

মুলার দাম কেজিতে ৪০ থেকে ৫৪ টাকা পর্যন্ত। শালগম বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ টাকায়। শিমের দাম ৫০ থেকে ৫৫ টাকা। এছাড়া মিষ্টিকুমড়া কেজিপ্রতি ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ফুলকপি আকারভেদে প্রতিপিস ২৫ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আলুর দাম তুলনামূলক কমে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় দাঁড়িয়েছে।


তবে বাজারে সবজির জোগান ভালো থাকলেও পাকা টমেটো ও শসা এখনো ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম কেজিতে ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১৫ টাকায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর