টানা আট দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে এ দর কার্যকর হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় স্বর্ণের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরি প্রতি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে ভরি প্রতি ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি প্রতি ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৭৪ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা।
সনাতন পদ্ধতির রুপার ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।
এসআর
মন্তব্য করুন: