দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম দুই লাখ ২৯ হাজার টাকার সীমা অতিক্রম করেছে, যা দেশের বাজারে এ পর্যন্ত সর্বোচ্চ।
রোববার বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন দর আগামী সোমবার থেকে কার্যকর হবে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার মূল্য বাড়ার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্যে দেখা যায়, বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের বেশি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারিত আছে ৩ হাজার ৭৩২ টাকা প্রতি ভরি।
এসআর
মন্তব্য করুন: