নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ না করতে পারায়
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (AIM) সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে। আগামী ২ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।
কোম্পানিটি জানিয়েছে, ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত আর্থিক হিসাব AIM-এর নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়নি। এর ফলে লন্ডনে তালিকাভুক্ত তাদের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (GDR) লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
এই বিলম্বের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পরিচালনা পর্ষদ সংক্রান্ত আইনি জটিলতা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এখনো পূর্ণাঙ্গ বোর্ড চূড়ান্ত হয়নি। বোর্ড অনুমোদন ছাড়া আর্থিক প্রতিবেদন প্রকাশ করা সম্ভব নয় বলে কোম্পানিটি জানিয়েছে।
আইনি প্রক্রিয়া ও আদালতের সময়সূচির কারণে বিষয়টির নিষ্পত্তি ২০২৬ সালের জানুয়ারির আগে হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
তবে লন্ডনে লেনদেন স্থগিত হলেও বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে চলবে। পাশাপাশি AIM-এর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রকাশ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি।
এসআর
মন্তব্য করুন: