[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ তার অবস্থার হালনাগাদ জানান।

ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাকে জরুরি ভিত্তিতে সিপিআর দিতে হয়। বর্তমানে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরে গুলি রয়ে গেছে এবং কানের আশপাশে গুলির আঘাত রয়েছে।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকার কাছে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার সময় হাদি রিকশাযোগে চলাচল করছিলেন।

হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ বলেন, “জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার দিকে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি গুলি চালায়। গুলি তার বাঁ কানের নিচে লাগে। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।”

ঘটনার বিষয়ে ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও হত্যার হুমকি পেয়েছিলেন শরিফ ওসমান হাদি। গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি পান বলে তিনি জানান। একই মাসের ১৪ তারিখে এক ফেসবুক পোস্টে তিনি প্রকাশ করেন, তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার পরিবার–মা, বোন ও স্ত্রীকে নিয়ে ভয়াবহ হুমকি দেওয়া হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর